Description
সরিষা ফুলের মধু প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা স্বাস্থ্য ও স্বাদের এক অসাধারণ মিশ্রণ। সরিষা ফুল থেকে সংগৃহীত এই মধুতে রয়েছে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পুষ্টিগুণ, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সরিষা ফুলের মধু হলো বাংলাদেশে এখনকার সবচেয়ে বেশি চাষ হওয়া একটি মধু। কারণ এটা সহজলভ্য এবং খরচও কম। তবে এই মধুর ঘ্রাণ একটু তীব্র হয়, মুখে দিলেই সরিষা ফুলের ঘ্রাণ আসে, এবং সোনালি রং এর হয় এই মধু।
mafujar alom –
100% valo modhu paise allhamdililah